ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

১০ দিনের রিমান্ডে ফারাবী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
১০ দিনের রিমান্ডে ফারাবী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ হত্যা মামলায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ রিমান্ড মঞ্জুর করেন।



এর আগে ঢাকার সিএমএম আদালতে ফারাবীকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান।

সোমবার (০২ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরে ওইিদিন সন্ধ্যায় গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফারাবী অভিজিৎকে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি দেওয়ার কথা স্বীকার করেন বলে জানায় র‌্যাব।

র‌্যাব জানায়, শফিউর রহমান ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও স্নাতক সম্পন্ন করতে পারেননি।

এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন ফারাবী। এর আগেও বিভিন্ন সময় এ ধরনের ঘটনার কারণে গ্রেফতার হন তিনি।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বই প্রকাশ ও প্রকাশনা অনুষ্ঠানে যোগ দিতে গত ১৬ ফেব্রুয়ারি সস্ত্রীক দেশে আসেন যুক্তরাষ্ট্রপ্রবাসী অভিজিৎ রায়।

এরপর ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে বইমেলা থেকে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার টিএসসির সামনে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এতে ঘটনাস্থলেই মারা যান অভিজিৎ। গুরুতর আহত অবস্থায় তার স্ত্রী বন্যাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে নেওয়া হচ্ছে তাকে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

** ফারাবীর দশ দিনের রিমান্ড আবেদন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।