ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
হত্যাকারীদের সঙ্গে সংলাপ হতে পারে না ড. মিজানুর রহমান

মাগুরা: পেট্রোলবোমা মেরে যারা মানুষ খুন করে তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে মাগুরা সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।



আগে সন্ত্রাস নির্মূল করতে হবে, তারপর সংলাপ জানিয়ে তিনি আরো বলেন, পেট্রোলবোমা মেরে আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করা ও ককটেল মেরে সাধারণ মানুষকে আহত করা মানবাধিকারের চরম লঙ্ঘন।

তিনি ব্লগার অভিজি‍ৎ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

এ সময় তার সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মাহবুবর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান প্রমুখ।
 
এরআগে সকালে শহরের আসাদুজ্জামান মিলনায়তনে ‘সহিংসতা ও মানবাধিকার’ বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি।

জাতীয় মানবাধিকার কমিশন ও বেসরকারি সংস্থা ‘পার্টনার্স ইন ডেভেলপমেন্টের (পিআইডি) যৌথ আয়োজনে সেমিনারে সহিংসতা ও মানবাধিকার বিষয়ক নিবন্ধ তুলে ধরেন অধ্যাপক আবু জায়েদ মহম্মদ।

পিআইডির সভাপতি মো. আকিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আনসার কমান্ড্যান্ট কে জামান, পিআইডির সাধারণ সম্পাদক মো. মহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।