ঢাকা: পাঁচ বছর আগে অভিজিৎ রায়ের ফেসবুক বন্ধু হয় শফিউর রহমান ফারাবি। একের পর এক হুমকি দিতে থাকে।
বিজ্ঞানমনষ্ক লেখক, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের অন্যতম এই সন্দেহভাজন র্যাবের হাতে আটক রয়েছে।
শফিউর রহমান ফারাবি মূলত উগ্রপন্থি ধর্মীয় মৌলবাদী গোষ্ঠীর একজন সক্রিয় সদস্য। তার ফেসবুক অ্যাকাউন্ট ঘেঁটে ও গোয়েন্দাদের কাছে পাওয়া তথ্যমতে, গত প্রায় পাঁচ বছর ধরে অনলাইনে সক্রিয় দেখা গেছে। তার প্রধান কাজ ছিলো, প্রগতিশীল ব্লগার ও অনলাইন অ্যক্টিভিস্টদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন করা।
শফিউর রহমানের অতীত ঘাঁটতে গিয়ে আরও জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে অধ্যায়নরত অবস্থায় ২০১০ সালে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীরে যোগ দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভাংচুরের ঘটনায় ওই বছরের আগস্ট মাসে প্রথমবারের মতো গ্রেপ্তার হন ফারাবি। এর এক মাসের মাথায় কারাগার থেকে ছাড়া পাওয়ার পর ব্লগ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি শুরু করেন তিনি।
ফেসবুকে তার পোস্টগুলো থেকে স্পষ্ট ধারণা পাওয়া যায়, ইসলাম ধর্মের স্পর্শকাতর বিষয়গুলোকে পুঁজি করে তার অপব্যাখ্যা দিয়ে অনলাইনে উষ্কানি দেওয়াই অন্যতম কাজ ছিলো এই ফারাবির।
এ সময় অভিজিৎসহ মুক্তবুদ্ধি চর্চাকারী প্রগতিশীল তরুণদের বিরুদ্ধে নিয়মিত লিখতে থাকেন এবং তাদেরকে হত্যার হুমকি দিয়ে উগ্রপন্থিদের সংগঠিত করতে থাকেন তিনি। ফারবির ব্লগ এবং বেশিরভাগ ফেসবুক একাউন্টের ফলোয়ার তারই মতো উগ্রপন্থি এবং উগ্র চিন্তার তরুণরা।
শাহবাগ আন্দোলনের কর্মী আহমেদ রাজীব হায়দার ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি উগ্র জঙ্গীবাদীদের হাতে নির্মমভাবে খুন হলে তার জানাজা পড়ানো ইমামকে হত্যার হুমকি দেন ফারাবি। এর ফলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দ্বিতীয়বারের মতো গ্রেপ্তার হন তিনি । এ বছর জুন মাসে ফারাবির বিরুদ্ধে ঢাকার একটি আদালত চার্জশিট দেন।
এই মামলায় কাশিমপুর কারাগারে আটক থাকার সময় ব্লগার রাজীব হত্যার অন্যতম আসামি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান ‘আধ্যাত্মিক গুরু’ জসিম উদ্দীন রাহমানির সংস্পর্শে আসেন ফারাবি। এ সময় সে তার আদর্শের সৈনিক হয়ে যান।
এ সময় একই কারাগারে আটক রাজীব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ৬ ছাত্র’র সঙ্গেও ঘনিষ্ঠতা বাড়ে শফিউর রহমান ফারাবির।
২০১৩ সালের অগাস্ট মাসে উচ্চ আদালতে থেকে জামিন নিয়ে কারাগার থেকে বের হয়ে আসেন ফারাবি। এ সময় তিনি অভিজৎ রায়সহ প্রগতিশীল ব্লগার ও লেখকদের হত্যার হুমকি দেন।
২১ আগস্ট সে তার ফেসবুকে রাজীব হত্যাকাণ্ডের দায়ে কাশিমপুর কারাগারে আটক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মুক্তি দাবি করেন।
২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি ফারাবি তার ফেইসবুক বন্ধু মান্নান রাহী কে লেখেন, ‘অভিজিৎ রায় আমেরিকাতে থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে। ’’
এ বছর ১৫ মার্চ ফারাবি তার ফেসবুকে লেখেন, ‘‘নতুন কিছু নাই। অভিজিৎ রায়ের বইগুলো সব খৃস্টান মিশনারিদের দ্বারা পরিচালিত ওয়েবসাইট থেকে কপিপেস্ট করা। আনসারিং ইসলাম এই ওয়েবসাইটটার লেখাগুলি চুরি করে তারপর বাংলা অনুবাদ করে অভিজিৎ রায় তার নিজের নামে চালিয়ে দিচ্ছে। যাইহোক, এই রকমারি ডট কম ওয়েবসাইটটা হল অন্যরকম গ্রুপের একটি Sister concern.এই রকমারি ওয়েবসাইটের অফিসের ঠিকানা হলো..’’
একই দিন আরেকটি পোস্ট দিয়ে অভিজিৎ রায়ের ফেসবুক আইডি বন্ধুদের সঙ্গে শেয়ার করেন ফারাবি। সেখানে তিনি লেখেন, ‘‘এটা হচ্ছে অভিজিৎ রায়ের ফেইসবুক আইডি। এই অভিজিৎ রায় আমেরিকা থাকে। তবে সে বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার। যারা আমেরিকায় থাকেন তারা তার ব্যাপারে খোঁজ-খবর লাগান। ’’
ওই দিন অভিজিৎ রায়ের একটি পারিবারিক ছবি ফেইসবুকে শেয়ার করে ফারাবি লেখেন, ‘‘এটিই অভিজি রায়, তার স্ত্রী বন্যা আহমেদ ও তার মেয়ের ছবি। এরা সব আমেরিকার Louisiana প্রদেশের New Orleans City-তে থাকে। ’’
খোঁজ নিয়ে জানা গেছে ফারাবি বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন নামে ভিন্ন ভিন্ন আইডি ব্যবহার করে প্রগতিশীল ব্লগারদের সঙ্গে সম্পর্ক তৈরি করে ফোন নম্বরসহ তাদের বিস্তারিত খবরাখবর সংগ্রহ করতেন এবং তাদের অবস্থান চিহ্নিত করতেন।
পাশাপাশি তিনি আনসারুল্লাহ বাংলা টিমের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলতেন এবং প্রগতিশীল ব্লগারদের অবস্থান উগ্রপন্থি জঙ্গীগোষ্ঠী সদস্যদের কাছে জানাতেন।
ফারাবি ১৯৮৬ সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার কালাইশ্রীপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। বাবা ফেরদৌস-উর রহমান বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপ পরিচালক ছিলেন। ২০১০ সালে তিনি মারা যান। ফারাবি জন্মের কয়েক বছর পরই মারা যান মা উম্মে সালমা শেলী। এর পর তা বাবা দ্বিতীয় বিয়ে করেন।
কিশোরগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফারাবির শিক্ষাজীবন শুরু। কেন্দুয়া জয়হরি গভর্মেন্ট স্কাই হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেন তিনি। ঢাকার নটরডেম কলেজ থেকে ২০০৫ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্হ হন ফারাবি। এর পর ২০০৫-২০০৬ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞানে ভর্তি হন তিনি। কিন্তু জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় তার স্নাতক ডিগ্রি নেওয়া হয়নি।
বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫
** ১০ দিনের রিমান্ডে ফারাবী
** ফারাবীর দশ দিনের রিমান্ড আবেদন