ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

খুলনা স্টেডিয়াম মার্কেট উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
খুলনা স্টেডিয়াম মার্কেট উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনার জেলা স্টেডিয়াম মার্কেট উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যাবসায়ীরা।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১টায় খুলনা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



খুলনার জেলা স্টেডিয়াম মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি এ মানবন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলমঙ্গীর হোসেন।
 
সমাবেশে বক্তারা বলেন, এই মার্কেট উচ্ছেদ করা হলে একশ’ একটি দোকানের মালিককে পথে বসতে হবে। ব্যাবসায়ীরা বেকার হয়ে যাবে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।