খুলনা: খুলনার জেলা স্টেডিয়াম মার্কেট উচ্ছেদ সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যাবসায়ীরা।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১টায় খুলনা জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনার জেলা স্টেডিয়াম মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি এ মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আলমঙ্গীর হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, এই মার্কেট উচ্ছেদ করা হলে একশ’ একটি দোকানের মালিককে পথে বসতে হবে। ব্যাবসায়ীরা বেকার হয়ে যাবে।
বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫