ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর

ঢাকা: ২৪ ঘণ্টার বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ভারতের পররাষ্ট্র সচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে একটি বিশেষ ফ্লাইটে তিনি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।



এরআগে সোমবার সকালে তিনি ভুটান থেকে বাংলাদেশে আসেন। মোদী সরকারের সার্ক যাত্রা কর্মসূচির অংশ হিসেবে তিনি প্রথম দফায় সার্কের চারটি দেশ সফর করছেন।

ঢাকা সফরে ভারতের পররাষ্ট্র সচিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী জানিয়েছেন, তিনি আগ্রহের সঙ্গে ঢাকা সফরের জন্য অপেক্ষা করছেন।

এছাড়া সুব্রামানিয়াম পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও সৌজন্য সাক্ষা‍ৎ করেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি। এতে তিস্তা চুক্তি, স্থল সীমানা চুক্তি বাস্তবায়নসহ উপ-আঞ্চলিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের পরররাষ্ট্র সচিব সার্ক ও বিমসটেকের সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা করেছেন।

এরআগে সোমবার রাতে সুব্রামানিয়ামের সম্মানে নিজ বাসায় একটি নৈশভোজের আয়োজন করেন ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরন। সেখানে দেশের রজনীতিক ব্যক্তিরা, সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬০৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।