সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জের কালাইরাগ সীমান্ত থেকে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (০৩ মার্চ) ভোরে সীমান্তের ভরম সিদ্দিরপুর এলাকা থেকে হাবিলদার হারুনুর রশিদের নেতৃত্বে বিজিবির টহলদল ২৬২ বোতল মদের এই চালান উদ্ধার করে।
উদ্ধার হওয়া মদের মূল্য ২ লাখ ৪৩ হাজার টাকা বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫