চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় ব্যাংক গ্রাহকের টাকা ছিনতাইকালে দুই ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ইসলামী ব্যাংক চান্দিনা শাখার সামনে এ ঘটনা ঘটে।
দুই ছিনতাইকারী হলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি গ্রামের মৃত মোহর আলীর ছেলে সিরাজ (৪৫) ও একই গ্রামের মৃত সামছুল হকের ছেলে মোশারফ আলী (৪৩)।
স্থানীয় সূত্র জানায়, দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের ইন্দ্রারচর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে রুহুল আমিন দুপুরে চান্দিনা পশ্চিম বাজারে ইসলামী ব্যাংক শাখা থেকে ৫৯ হাজার টাকা উত্তোলন করেন। টাকা নিয়ে তিনি ব্যাংকের নিচে আসামাত্র ৩/৪ জন লোক ওই টাকা ছিনিয়ে নেয়। এ সময় রুহুল আমিনের চিৎকারে আশপাশের লোকজন ধাওয়া করে ওই দুই জনকে আটক করে গণধোলাই দেয়।
খবর পেয়ে চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে উত্তেজিত জনতা তাদের পুলিশে সোপর্দ করে।
চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ছিনতাইকারীদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫