সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় পুলিশের গাড়ির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার সাইদসহ ছয়জন আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে- সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার সাইদ, গাড়ির ড্রাইভার চঞ্চল ও বডি গার্ড আল-আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, একটি মামলার তদন্ত শেষে সদর সার্কেলের এএসপি আনোয়ার সাইদ গাড়িতে করে ফেরার পথে একটি ভ্যানকে সাইড দিতে যায়। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এএসপিসহ ছয়জন আহত হন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫