ঢাকা: অভ্যন্তরীণ বাজার থেকে প্রতিকেজি সাড়ে ৩২ টাকা দরে ১০ লাখ মেট্রিকটন বোরো ধানের চাল (সিদ্ধ) কিনবে সরকার। আর প্রতি কেজি ২২ টাকা দরে এক লাখ টন ধান সংগ্রহ করা হবে।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
কামরুল ইসলাম বলেন, এবার বোরো মৌসুমে ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক কোটি ৯০ লাখ মেট্রিক টন। প্রতিকেজি ধানে কৃষকের নিট উৎপাদন খরচ হবে ১৭ টাকা। কৃষককে ন্যয্যমূল্য দিয়ে প্রতিকেজি ধান কেনা হবে ২২ টাকায়।
আর চালের নিট উৎপদন খরচ সাড়ে ২৭ টাকা। ন্যয্যমূল্য দিয়ে প্রতিকেজি ৩২ টাকা দরে চাল কেনা হবে।
অপরদিকে চলতি মৌসুমে প্রতি কেজি ২৮ টাকা দরে গম সংগ্রহ করা হবে দেড়লাখ মেটিক টন।
খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভাপতিত্ব করেন।
বাংলাদেশ সময় : ১৬২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫/আপডেট ১৬৫৯ ঘণ্টা