যশোর: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ধূমপান করায় ১০ ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোক্তার আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে প্রকাশ্যে ধূমপানের অভিযোগে ১০ ব্যক্তির কাছ থেকে দুই হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিল।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫