ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অভিজিৎ হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

বরিশাল: লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে বরিশালে সমাবেশ ও বিক্ষোভ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

মঙ্গলবার বেলা ১২টায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে ছাত্র ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।



জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়ক দেওয়ান আব্দুর রশীদ, ছাত্র ফেডারেশনের জেলা শাখার যুগ্ম আহ্বাবায়ক ওবায়দুর রহমান প্রমুখ।

বক্তারা এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জড়িতদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।