নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি লালী নামে একটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে তিন হাজার দুইশ’ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (০৩ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই লঞ্চে অভিযান চালায় তারা।
কোস্টগার্ড স্টেশন পাগলা-এর স্টেশন কমান্ডার সাব-লেফটেন্যান্ট হাসানুর রহমান জানান, তার তত্ত্বাবধানে একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৩২০০ কেজি অবৈধ জাটকা জব্দ করেছে। যার মূল্য ৯ লাখ ৬০ হাজার টাকা।
জব্দ জাটকাগুলো নারায়নগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫