ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মৃতদেহ নিয়ে ডিসি অফিস ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
কুষ্টিয়ায় মৃতদেহ নিয়ে ডিসি অফিস ঘেরাও ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থী ইমরানের হত্যাকারীদের বিচার দাবিতে মৃতদেহ নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও সহপাঠীরা।

মঙ্গলবার (০৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় চত্বর ঘেরাও করেন তারা।



নিহতের বাবা রমজান খান হিটু বাংলানিউজকে জানান, সোমবার বিকেলে শহরতলীর জগতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ইমন (১৬) নামে এক যুবক ইমরানকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। স্থানীয়রা ইমরানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ইমনকে আটক করে পুলিশে দেয়।
 
নিহতের সহপাঠী ও স্বজনরা অভিযোগ করেন, ইমনকে আটক করলেও কুষ্টিয়ার জগতি পুলিশ ক্যাম্পের আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীম ইমনকে ছেড়ে দেয়। পরে জিজ্ঞাসাবাদের জন্য নিহত ইমরানের স্বজন শাহীনকে আটক করে পুলিশ।

এরই প্রতিবাদে নিহত ইমরানের মৃতদেহ নিয়ে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করে ইমরানের স্বজন ও সহপাঠীরা। এ সময় বিক্ষোভকারীরা দোষী পুলিশ কর্মকর্তার বিচার ও হত্যাকারীদের কঠিন শাস্তির দাবি করেন।

একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আশ্বাস দিলে মৃতদেহ নিয়ে বাড়ি ফিরে যান স্বজনরা।

এ ব্যাপারে জগতি পুলিশ ক্যাম্পের আইসি সহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুল আলীমের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক বাংলানিউজকে জানান, এ ব্যাপারে আমরা অভিযোগ পেয়েছি। দু’টি ঘটনায় খতিয়ে দেখছি। পুলিশ কর্মকর্তা যদি দোষী হয় অবশ্যই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। হত্যাকারীদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

তবে এ হত্যার ঘটনায় এখনো থানায় মামলা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ চারজনকে আটক করেছে। এ নিয়ে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।