ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
না’গঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ১ প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার কথিত যুবলীগ নেতা মোফাজ্জল হোসেন চুন্নুকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।



নারায়ণগঞ্জ শহরের পুরাতন কোর্ট এলাকায় অবস্থিত ৠাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানিতে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি জানান ক্যাম্প অধিনায়ক এএসপি মো. মাসুদ আনোয়ার।

তিনি জানান, সোমবার দিনগত রাতে লামাপাড়া নয়ামাটি এলাকা থেকে চুন্নুকে আটক করা হয়েছে। চুন্নু এ এলাকার মৃত তালেব হোসেন পুইক্কার ছেলে।

মাসুদ আনোয়ার জানান, চুন্নুর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, ৬ রাউন্ড গুলি, ২ বোতল বিদেশি মদ, ৩ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। চুন্নু দীর্ঘদিন যাবত অবৈধভাবে অস্ত্র ও মাদক ব্যবসা করছেন বলে আমাদের কাছে অভিযোগ ছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।