ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বাড়ি পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বীরগঞ্জে অগ্নিকাণ্ডে ২০ বাড়ি পুড়ে ছাই ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া ঝাড়বাড়ী বাজারে অগ্নিকাণ্ডে ২০টি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পৌনে একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।



খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের দেবারুপাড়া ঝাড়বাড়ী বাজারের ইনসান আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগ‍ুন আশপাশের ২০টি বাড়িতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দিনাজপুর সদর, ঠাকুরগাঁও সদর ও নীলফামারী জেলার ডোমার উপজেলার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিভায়।

দিনাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক লিয়াকত আলী বাংলানিউজকে জানান, রান্না ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দিনাজপুর বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম শওকত হোসেন ঘটনার সত্যত্যা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।