ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন প্রতীকী

মেহেরপুর: মেহেরপুরে ধর্ষণ মামলায় আরিফুল ইসলাম (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রবিউল হাসান।



মঙ্গলবার (৩ মার্চ) দুপুর দেড়টার দিকে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাদল শেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাদল শেখের ছেলে আরিফুল ইসলাম ২০০৯ সালের ১৬ মে রাত সাড়ে ১১টার দিকে একই  গ্রামের এক তরুণীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ ঘটনায় ২০ মে ওই তরুণী বাদী হয়ে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। ওই বছরের ১৬ জুন ম্যাজিস্ট্রেট প্রতিবেদন দাখিল করেন। পরে ১২ আগস্ট মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

একই বছরের ১৮ আগস্ট ধর্ষক আরিফুল ইসলাম আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠনো হয়। এরপর থেকে আরিফুল কারাগারে রয়েছেন।

ওই মামলায় ৬ জনের স্বাক্ষ্যগ্রহণ ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত মামলার রায় ঘোষণা করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, জেলা ও দায়রা জজ আদালতের প্রসিকিউটর অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট ইব্রাহীম শাহিন।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।