ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বন্ধ পোশাক কারখানা চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
গাজীপুরে বন্ধ পোশাক কারখানা চালুর দাবিতে মানববন্ধন প্রতীকী

গাজীপুর: জেলার কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় বিইইউ অ্যাপারেলস নামের একটি বন্ধ পোশাক কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেছেন ওই কারখানার শতাধিক শ্রমিক।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভান্নারা এলাকায় কারখানাটির গেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।



সপ্তাহ খানেক আগে কারখানাটির ৪২ জন শ্রমিক ছাঁটাই করে কর্তৃপক্ষ। এর প্রতিবাদে সাধারণ শ্রমিকদের আন্দোলনের মুখে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এতে কারখানার চার শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েন।

মানববন্ধনে শ্রমিকরা অন্যায়ভাবে কর্তৃপক্ষের বন্ধ করে দেওয়া কারখানা অবিলম্বে চালুর দাবি জানান।

এদিকে কারখানা কর্তৃপক্ষের দাবি শ্রকিকদের আন্দোলনের মুখে নয়, পর্যাপ্ত পরিমাণ কাজ না থাকায় শ্রম আইনের ২০ ধারা মোতাবেক কারখানা বন্ধ করা হয়েছে।

কাজের অর্ডার পেলে ফের করখানা চালু করা হবে বলেও জানায় কারখানা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।