ঢাকা: ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ গঠনের লক্ষ্যে সামগ্রিক বিষয় পরীক্ষা ও পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের সচিবকে (সমন্বয় ও সংস্কার) সভাপতি করে ৯ সদস্যের কমিটির বিষয়ে মঙ্গলবার (০৩ মার্চ) আদেশ জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি (মহাপরিচালক পর্যায়ের), জনপ্রশাসন, স্বরাষ্ট্র, গৃহায়ণ ও গণপূর্ত, ভূমি মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব/যুগ্মসচিব পদমর্যাদার প্রতিনিধি এবং মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিবকে (জেলা ও মাঠ প্রশাসন) কমিটির সদস্য রাখা হয়েছে।
কমিটির সদস্য সচিবের দায়িত্বে থাকবেন মন্ত্রিপরিষদ বিভাগের উপ-সচিব (জেলা ও মাঠ প্রশাসন)।
ময়মনসিংহ বিভাগ গঠনের যৌক্তিকতা সম্পর্কে মতামত প্রদান, নতুন বিভাগের বিভাগীয় সদর দপ্তরে কোন কোন অধিদপ্তর/পরিদপ্তর/সংস্থার অফিস স্থাপন করা প্রয়োজন সে বিষয়ে সুপারিশ ও ভৌত অবকাঠামো নিরূপণ, প্রস্তাবিত বিভাগীয় অফিসগুলোর জন্য প্রয়োজনীয় লোকবল নির্ধারণ, ভৌত অবকাঠামো ও লোকবলের জন্য আর্থিক সংশ্লেষ নিরূপণ, প্রস্তাবিত বিভাগের সীমানা সম্পর্কে সুপারিশ প্রদানের কাজ করবে কমিটি।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, কমিটি দুই মাসের মধ্যে সুপারিশ পেশ করবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে।
গত ২৬ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে ময়মনসিংহকে প্রশাসনিক বিভাগ করতে প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়। এ সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ কমিটি গঠন করা হলো।
কমিটি সুপারিশসহ প্রস্তাবনা তৈরি করে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) উপস্থাপন করা হবে বলে ওইদিন সিদ্ধান্ত দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫