ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

অভিজিৎ হত্যাকারীদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
অভিজিৎ হত্যাকারীদের বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে বিজ্ঞান আন্দোলন মঞ্চ।  

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টা থেকে শহরের মুক্তির মোড়ে অবস্থিত শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।

এতে নেতৃত্ব দেন নওগাঁ বিজ্ঞান আন্দোলন মঞ্চের পরিচালক রবিউল ইসলাম।

মানববন্ধন চলাকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, রতন সাহা রঘু, ছাত্রফ্রন্ট নেতা জয়ন্ত বর্মন ও মিতালী প্রামাণিক।

বক্তারা দ্রুত অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।