মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ২১৮ লিটার বাংলা মদসহ মা ও মেয়েকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজারের কোদালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ওই গ্রামের মৃত মৃনাল ঋষির স্ত্রী কিরণ ঋষি (৫০) ও তার মেয়ে দিপালী ঋষি(২৬)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মৃত মৃনাল ঋষির বাড়ির দুই ঘরের মেঝে খুঁড়ে ২০০ লিটার কাঁচা মদ এবং প্যাকেটজাত ১৮ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় বাংলা মদ উৎপাদন ও বিক্রির অপরাধে মা-মেয়েকে আটক করা হয়।
তিনি জানান, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫