ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

মধুপুরে ২১৮ লিটার মদসহ ২ নারী আটক

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
মধুপুরে ২১৮ লিটার মদসহ ২ নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মধুপুর(টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ২১৮ লিটার বাংলা মদসহ মা ও মেয়েকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।

মঙ্গলবার (৩ ‍মার্চ) দুপুরে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটের বাজারের কোদালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, ওই গ্রামের মৃত মৃনাল ঋষির স্ত্রী কিরণ ঋষি (৫০) ও তার মেয়ে দিপালী ঋষি(২৬)।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মৃত মৃনাল ঋষির বাড়ির দুই ঘরের মেঝে খুঁড়ে ২০০ লিটার কাঁচা মদ এবং প্যাকেটজাত ১৮ লিটার মদ উদ্ধার করা হয়। এ সময় বাংলা মদ উৎপাদন ও বিক্রির অপরাধে মা-মেয়েকে আটক করা হয়।

তিনি জানান, পরে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।