ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ক্লিনিক দালালের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
যশোরে ক্লিনিক দালালের কারাদণ্ড ছবি: প্রতীকী

যশোর: যশোরে জনি (২৬) নামে এক ক্লিনিক দালালকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে যশোরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফ্ফাত জাহান এ আদেশ দেন।



দণ্ডাদেশপ্রাপ্ত জনি শহরের ঘোপ কবরস্থান এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার মোক্তার আলী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসা রোগীদের কৌশলে বিভিন্ন ক্লিনিকে নেওয়ার চেষ্টা করে থাকে একটি দালাল চক্র। এছাড়া চক্রটি ওষুধের দোকানেরও দালালি করে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে এই দালাল চক্রের সদস্য জনিকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে এ দণ্ডাদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।