ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে রাজউকের জমি পরিদর্শনে গণপূর্ত মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
না.গঞ্জে রাজউকের জমি পরিদর্শনে গণপূর্ত মন্ত্রী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বিভিন্ন প্লট পরিদর্শন করেছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (০৩ মার্চ) সকালে শহরের বিভিন্ন স্থানে রাজউকের এসব প্লট পরিদর্শন করেন তিনি।



এ সময় মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে রাজউকের অধিগ্রহণকৃত ৩৮ একর জমি রয়েছে। তদারকির অভাব ও উদাসীনতার কারণে অনেক জমি বেদখল হয়ে পড়েছে।

‘ বেদখলকৃত জমি দখলমুক্ত করে নান্দনিকভাবে স্থাপনা তৈরি করা হবে। বাণিজ্যিক ও আবাসিক ভবন গড়ে তোলা হবে,’—বলেন তিনি।

নারায়ণগঞ্জে নিট পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ-এর ভবন নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

নারায়ণগঞ্জের নবাব সলিমুল্লাহ সড়কের চাষাঢ়া থেকে খানপুর হাসপাতাল পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা, মিশনপাড়া মোড় এলাকার ফার্নিচারের দোকান, ডন চেম্বারের মেডিস্টার সংলগ্ন দখলকৃত জমি, চাষাঢ়া হকার্স মার্কেট, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্মিত মাধবী প্লাজা, বিকেএমইএ-এর প্লট ও বালুরমাঠস্থ ট্যাক্সি স্ট্যান্ড পায়ে হেটে পরিদর্শন করেন গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন।
 
এসময় অন্যদের মধ্যে সংসদ সদস্য শামীম ওসমান, রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়া, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সিদ্দিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সাজ্জাদুর রহমান, বিকেএমইএ-এর সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।