ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড প্রতীকী

টাঙ্গাইল: টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে বেল্লাল হোসেন নামে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (৩ মার্চ) দুপুর আড়াইটায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফ উদ্দিন আহমেদ এ রায় দেন।



মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯৮ সালের ১৭ মে যৌতুকের দাবিতে স্ত্রী সোহাগীকে (২২) নির্যাতন করে হত্যা করেন মো. বেল্লাল হোসেন। পরে মৃতদেহ বাড়ির পাশের ধান ক্ষেতে পুঁতে রাখেন তিনি। ঘটনার ২০ দিন পর ধান ক্ষেতে নিহত নারীর কাপড় ও চুড়ির কিছু অংশ পড়ে থাকতে দেখে সন্দেহ হওয়ায় পরিবারের লোকজন পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় সোহাগীর বাবা মো. সয়ান আলী বাদী হয়ে বেল্লাল, তার মা বিমুলা বেগম ও বাবা নুরেল হোসেনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার দুপুরে বেল্লালকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেল্লালের বাব-মাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি এ কে এম নাছিমুল আক্তার (নাছিম)। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট কৃষ্ণ চন্দ্র মদক।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।