নীলফামারী: অভিজিৎ রায়কে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছ।
মঙ্গলবার (৩ মার্চ) সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আহমেদ সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক হারুন উর রশিদ অনুমোদিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, মোশারফ হোসেন ও মৃণাল রায়(সহ-সভাপতি), সন্তোষ রায় ও শ্যামল দেবনাথ (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং প্রসনজিৎ রায় (সাংগঠনিক সম্পাদক)।
নবগঠিত কমিটির সভাপতি অভিজিৎ রায় রকি বাংলানিউজকে জানান, আগামী দুই মাসের মধ্যে পুর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫