ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

কমলাপুর রেলস্টেশনের কন্টেইনার ডিপোতে আগুন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
কমলাপুর রেলস্টেশনের কন্টেইনার ডিপোতে আগুন ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনের কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

 

মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টার কিছু পরে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট বিকেল ৫টা ২০ মিনিটে ঘটনাস্থলে গেছে।

বাংলাদেশ সময়: ১৮০৯ ঘণ্টা, মার্চ ০৩. ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।