নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার চর সৈয়দপুর এলাকায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় তানজিল মিয়া (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত তানজিল সৈয়দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র ছিল। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তাদের বাড়ি সদর উপজেলার চর সৈয়দপুরে।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে একটি ইজিবাইক ওই শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর এলাকার লোকজন চালক দুলাল হোসেনকে আটক করে। দুলাল শহরের দেওভোগ আখড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫