জাতীয় সংসদ ভবন থেকে: কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, খালেদা জিয়া সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে একথা বলেন কৃষিমন্ত্রী।
এ সময় সংসদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
মতিয়া চৌধুরী বলেন, বাংলাদেশ যখন উন্নয়নের সঠিক পথে এগিয়ে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া স্বাধীন বাংলাদেশকে ব্যার্থ রাষ্ট্র বানানোর জন্য হরতাল-অবরোধ দিয়ে যাচ্ছে। একের পর এক পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে মারছে। তাদের প্রথম টার্গেট স্কুল কলেজের ছাত্র-ছাত্রী। নিরীহ ড্রাইভার ও খেটেখাওয়া মানুষ।
‘দুর্নীতি জঙ্গিবাদের প্রাণভোমরা খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি-জামায়াত দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতে চায়’, বলেও মন্তব্য করেন মতিয়া চৌধুরী।
তিনি বলেন, তারা মুক্তিযুদ্ধের বদলা নিতে চায়। আমরা যেন অভিষ্ট লক্ষ্যে পৌছাতে না পারি সেজন্য তারা তৎপর। তারা যুদ্ধপারাধীদের বিচার স্তব্ধ করতে চায়। আমরা বাংলাদেশকে জঙ্গিবাদের দেশ হতে দেব না।
কৃষিমন্ত্রী বলেন, বিএনপি বাংলাদেশকে অন্ধকারে রাখতে চায়। তারা তো রাখবেই। কেননা বিএনপি হচ্ছে অন্ধকারের জীব।
গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার ‘অবরুদ্ধ’ থাকা প্রসঙ্গে তিনি বলেন, নিজেকে নিজে অবরুদ্ধ করে নাটকের নায়িকা ছাড়া দর্শকদের কিছু দিতে পারছেন না খালেদা। দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির সকল সূচক এখন ঊর্ধ্বমুখী।
সুশীল সমাজের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, কতিপয় বুদ্ধিজীবী অনবরত সংলাপ সংলাপ করছেন। কিন্তু পেট্রোল বোমায় মানুষ মারা হচ্ছে সে বিষয়ে কথা বলেন না তারা। কারণ, এই বোমা মারার কথা বললে যে তাদের প্রাণেশ্বরী খালেদার উপর বর্তায়।
জঙ্গিবাদকে সভ্যতার ‘ইবোলা ভাইরাস’ বলে মন্তব্য করেন মতিয়া। তিনি বলেন, এই ভাইরাস সৃষ্টির পর থেকে এর প্রতিশেধক টিকাও তৈরি হয়েছে। ইবোলা ভাইরাসের উৎপত্তিস্থল আফ্রিকা। আফ্রিকার লোকেরাই এতে বেশি আক্রান্ত হয়েছে। আর সেই ইবোলা ভাইরাসের দেশ আফ্রিকা থেকেই স্পিকার সিপিএ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। তাই জঙ্গিবাদের ইবোলাও পরাজিত হবে, গণতন্ত্রের জয় হবে।
বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫
** এনার্জি ড্রিংকসে ভায়াগ্রা, করণীয় নেই মন্ত্রণালয়ের