ঢাকা: ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় গ্রেফতার প্রধান সন্দেহভাজন আসামি শফিউর রহমান ফারাবী আদালতে ছিলেন ভাবলেশহীন।
রিমান্ড আবেদন মঞ্জুরের পর আদালতের গারদ খানায় নিয়ে যাওয়া পর্যন্ত তাকে ভাবলেশহীন দেখা গেছে।
আদালতে ফারাবী যতক্ষণ ছিলেন কারো সঙ্গে কথা বলেননি। কাউকে তার সঙ্গে আলাপও করতে দেখা যায়নি। কোনো আইনজীবী তার পক্ষে জামিনের আবেদনও করেননি। ভয়ভীতি, উদ্বেগ, উৎকণ্ঠা তার ভিতর লক্ষ্য করা যায়নি।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকালে আদালতে রিমান্ড আবেদনের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম ফারাবীর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সোমবার (০২ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ফারাবীকে আটক করে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (ৠাব)। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে ভর্তি হলেও স্নাতক সম্পন্ন করতে পারেননি।
এদিকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়েন ফারাবী। এর আগেও একই ধরনের ঘটনার কারণে গ্রেফতার হয়েছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫