সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে গাঁজা সেবনের দায়ে খোকন মিয়া (২৮) নামে এক যুবকের নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল মাহমুদ এ আদেশ দেন।
এর আগে, দুপুর ২টার দিকে উপজেলার ফুলবাড়ী হরিণা স্কুলের পিছন থেকে তাকে আটক করা হয়। খোকন মিয়া ওই এলাকার সাজ্জাদ হোসেন আকন্দের ছেলে।
সারিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মহিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে ফুলবাড়ী হরিণা স্কুলের পিছনে গাঁজা সেবনের সময় খোকনকে হাতেনাতে আটক করা হয়।
পরে, বিকেল ৫টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় তাকে নয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫