ঢাকা: দৈনিক ইত্তেফাকের উপদেষ্টা সম্পাদক আখতারুল আলমের কন্যা ফাহমিদা আখতার (৪৫) হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। মামলাটি এখন তদন্ত করবে অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
গত ৩০ জানুয়ারি রাজধানীর পশ্চিম রামপুরায় মহানগর আবাসিক এলাকার সি-ব্লকের ৫ নম্বর রোডে 'বন্ধন' নামের ছয়তলা বাড়ির পাঁচতলার ডানপাশের ফ্ল্যাট থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহমিদার লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় নিহতের ভাই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) রিজওয়ান-উল-আলম বাদী হয়ে রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
মামলার পর থেকে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের কয়েকটি দল আলোচিত মামলাটির রহস্য উদঘাটন ও ঘাতকদের গ্রেফতারে কাজ শুরু করে। কিন্তু গত একমাসেও এই খুনের কোনো আসামি গ্রেফতার হয়নি এবং হত্যাকাণ্ডের কোন ক্লুও উদঘাটন করতে পারেনি পুলিশ ও গোয়েন্দা বিভাগ।
রামপুরা থানার ওসি মাহাবুবুল আলম তরফদার বাংলানিউজকে জানান, মামলাটির তদন্ত সিআইডি করবে এমন আদেশের পরিপ্রেক্ষিতে সোমবার আমরা সিআইডিতে হস্তান্তর করেছি। তারাই এখন মামলাটি তদন্ত করবেন।
এদিকে সিআইডি সূত্র জানায়, এখনও মামলার তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হননি। ২/১ দিনের মধ্যেই মামলাটির তদন্ত কর্মকর্তা ঠিক হবে এবং কাজ শুরু করবেন।
জানা গেছে, ফাহমিদার স্বামী গোলাম রাব্বানী বাহরাইনপ্রবাসী। তাঁর একমাত্র সন্তান সিরাতুল মোস্তাকিম (২০) যুক্তরাষ্ট্রে লেখাপড়া করছেন।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫।