চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির দায়ে তার এক সহপাঠীকে ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদুর রহমান তার নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজার নির্দেশ দেন।
ইউএনও কার্যালয় সূত্র জানায়, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র কলাবাড়ি গ্রামের বাদল খাঁর ছেলে আব্দুল আলীম দুপুর ২টার পর স্কুলের সামনে একই শ্রেণির এক ছাত্রীকে জড়িয়ে ধরে।
পরে হয়রানির অভিযোগে তাকে আটক করে ইউএনও কার্যালয়ে হাজির করে পুলিশ। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫