লক্ষ্মীপুর: কোনো কারণ ছাড়াই হরতাল দিচ্ছে বিএনপি-জামায়াত। এটা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, হতে পারে না, এটা সন্ত্রাসী কর্মকাণ্ড।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশ যখন মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে, তখন বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হরতাল-অবরোধ দিয়ে দেশে নাশকতা, নৈরাজ্য সৃষ্টি করছে। পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যা করছে।
হানিফ বলেন, জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। মানুষের আস্থা তিনি। ২০১৯ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হবে। দেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার জন্যই। আর ঠিক এ সময় বিএনপি-জামায়াত হরতাল দিচ্ছে। খালেদা জিয়াকে সংলাপে বসার জন্য বলা হয়েছে। কিন্তু তিনি বসেন নাই। তিনি নাকি জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেন। কিন্তু ১০ম সংসদ নির্বাচনে তারা অংশ নেন নি।
তিনি আরো বলেন, তারেক রহমান হাওয়া ভবনে থেকে দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন। আর তা ধামা চাপা দিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর স্টিম রোলার চালিয়েছেন। তিনি জঙ্গিবাদ ও উগ্রপন্থিদের আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন। বিএনপি-জামায়াত জোট বিশ্বের দরবারে পরপর পাঁচ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করে জাতিকে কলঙ্কিত করেছে।
জেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন- পার্বত্য চট্রগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর এমপি, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য উবায়দুল মোক্তাদির চৌধুরী, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-৪ আসনের (রামগতি-কমলনগ) সংসদ সদস্য আব্দুল্লাহ আল মামুন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, সফিকুল ইসলাম, গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক মিজানুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হক মিলন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নুরুল হুদা পাটওয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরী প্রমুখ ।
সভা শেষে জেলা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর বাহাদুর।
বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫