ঢাকা: মুক্তমনা ব্লগারের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়ের হত্যাকারী মৌলবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রকৌশলীরা।
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যায় জাতীয় জাদুঘরের সামনে প্রকৌশলী অভিজিৎ হত্যাকারীদের বিচার দাবিতে আয়োজিত মানবন্ধনে এ দাবি জানানো হয়।
ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (ইএইডি) এ মানবন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে প্রকৌশলীরা বলেন, বঙ্গবন্ধু হত্যার পর এদেশে মৌলবাদের ত্রাস বেড়েছে। মৌলবাদীরা মত প্রকাশের স্বাধীনতা খর্ব করতে ধর্মের দোহাই দিয়ে একের পর এক মুক্তমনা মানুষদের হত্যা করছে। এরই ধারাবাহিকতায় প্রকৌশলী অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছে।
এসময় বক্তারা পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, অভিজিৎ রায়ের পরিবার আগেই এ হত্যার আভাস পেয়ে পুলিশের কাছে সহায়তা চেয়েছিলেন। কিন্তু পুলিশ কোনো সহযোগিতা দেয়নি।
একই সঙ্গে হত্যার পরেও অভিযুক্তদের গ্রেফতার ও হত্যার রহস্য উদঘাটনে পুলিশের দায়িত্বহীনতাকে দায়ী করেন বক্তারা।
মানববন্ধনে সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু ইউসুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রকৌশলী কাজী মো. শীষ, প্রকৌশলী সাধন দাস, সরকার আমিন, কৃষিবিদ শ্যামল বিশ্বাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক এম এম আকাশ প্রমুখ।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে অভিজিৎ রায় আক্রান্ত হওয়ার স্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রকৌশলীরা।
বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫