ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত

স্টাফ ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শাহবাগে ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর শাহবাগ চত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন।
 
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।



অাহতরা হলেন, শহিদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪২)। তারা ‌ওই এলাকার রিকশাচালক।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শাহবাগ চত্বরের পানির ফোয়ারার পাশে পরপর দু‘টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।