ঢাকা: রাজধানীর শাহবাগ চত্বরে পরপর দু’টি ককটেল বিস্ফোরণে দুই রিকশাচালক আহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
অাহতরা হলেন, শহিদুল ইসলাম (৩০) ও হাবিবুর রহমান (৪২)। তারা ওই এলাকার রিকশাচালক।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, শাহবাগ চত্বরের পানির ফোয়ারার পাশে পরপর দু‘টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দুই রিকশাচালক আহত হয়েছেন। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫