ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় ১৮ মেট্রিক টন সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
চান্দিনায় ১৮ মেট্রিক টন সার জব্দ, ব্যবসায়ীর কারাদণ্ড বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনায় অবৈধভাবে সার মজুদের দায়ে সুমন মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর ১৮ মেট্রিক টন টিএসপি সার জব্দ করা হয়েছে।

পরে তাকে ৩০ হাজার টাকা জরিমানা ও ১৭ দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।



মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ ছালেহ্ আহাম্মদ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত ব্যবসায়ীকে সুমন মিয়া চান্দিনা উপজেলার রারিরচর গ্রামের অহেদ আলীর ছেলে।

চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার দাস বাংলানিউজকে জানান, সোমবার গভীর রাতে চান্দিনা বাজারের অহিদ অ্যান্ড সন্সের মালিক সুমন মিয়া বিসিআইসির অনুমতি ছাড়াই তার গোডাউনে বিপুলপরিমাণ টিএসপি সার মজুদ করতে আনেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ সার জব্দ করে ও সুমন মিয়াকে আটক করে।

পরে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত জব্দকৃত সার ধ্বংসের নির্দেশ দিয়ে সুমন মিয়াকে ১৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ ৩০ হাজার টাকা অনাদায়ে আরো ৩ দিনের কারাদণ্ডের নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।