ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের অভিযোগ প্রমাণে স্থায়ী তদন্ত ইউনিট

এস এম আববাস, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
পুলিশের অভিযোগ প্রমাণে স্থায়ী তদন্ত ইউনিট

ঢাকা: পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণ করতে স্থায়ীভাবে বিশেষ তদন্ত ইউনিট গঠন করছে সরকার। এক মাসের মধ্যেই এই ইউনিট গঠন করা হবে।



প্রশাসন, বিচার বিভাগ ও পুলিশের প্রতিনিধিসহ অন্যান্য ব্যক্তিদের সমন্বয়ে গঠিত স্থায়ী এই ইউনিট কাজ করবে। গুরুত্বপূর্ণ মামলা তদন্তে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলেই তদন্ত শুরু করবে এবং অভিযোগ প্রমাণে স্বচ্ছতাও নিশ্চিত করবে এই ইউনিট।  

বর্তমানে পুলিশের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তা তদন্ত করতে পুলিশই দায়িত্ব পালন করে। ফলে বিভিন্ন সময় তদন্ত নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। আর পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগের বেশিরভাগই মিথ্যা প্রমাণিত হয়ে যায়।

এসব কারণে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে স্বচ্ছতা নিশ্চিত করে তা প্রমাণে এই কমিটি গঠনের উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান বাংলানিউজকে বলেন, সাধারণত পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করে আসছেন বাহিনীটির ঊর্ধ্বতন কর্মকর্তারাই। তারা নিজেরা কমিটি গঠন করে তদন্ত করে। এতে তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগও প্রমাণ হয়না এমন অভিযোগ উঠেছে বারবার। তাই পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণ করতে প্রশাসনের প্রতিনিধি, বিচার বিভাগের প্রতিনিধি এবং পুলিশ প্রতিনিধিসহ অন্যান্য প্রতিনিধি থাকবে স্থায়ী এই কমিটিতে।

স্বরাষ্ট্র সচিব বলেন, আগামী এক মাসের মধ্যে স্থায়ী এই ইউনিট বা কমিটি গঠন করা হবে। সব অভিযোগই তদন্ত করবে না এই কমিটি। শুধুমাত্র স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ অভিযোগের ক্ষেত্রে অভিযোগ প্রমাণ করতে কাজ করবে এই ইউনিট।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।