বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল-পুটখালী সীমান্ত থেকে বাংলাদেশি দুই গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল ৫টার দিকে সীমান্তবর্তী ইছামতি নদী থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।
গরু ব্যবসায়ীরা হলেন- খুলনার খানজাহান আলী থানাধীন মুশিয়ানি গ্রামের আফজাল হোসেনের ছেলে রুবেল (২২) এবং বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের রেজাউল হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০)।
বিজিবি জানায়, গরু ব্যবসায়ী রুবেল ও আব্দুল্লাহ ইছামতি নদীর তীরে দাঁড়িয়ে গরু নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে ধরে নিয়ে যায়।
পরে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসে বিজিবি। বৈঠকে আটকের বিষয়টি স্বীকার করে বিএসএফ জানায়, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পুটখালী ২৩ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের সুবেদার সামসুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫