যশোর: যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার সামনে ট্রাকের ধাক্কায় ইয়াসমিন বেগম (৪২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
মঙ্গলবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ইয়াসমিন একই উপজেলার প্রেমবাগ গ্রামের মোতালেব হোসেনের স্ত্রী।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বিকেলে মোতালেব, ইয়াসমিন ও তাদের ছেলে রিফাত (৮) মোটরসাইকেলে করে খুলনা থেকে বাড়ি ফিরছিলেন। পথে নওয়াপাড়া পৌরসভার সামনে স্পিড ব্রেকারে ধাক্কা খেয়ে ইয়াসমিন ও রিফাত মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় পেছন থেকে পণ্যবাহী একটি ট্রাক ইয়াসমিনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় তাদের ছেলে রিফাত।
এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালক নাজিম আল মাহমুদকে আটক করেছে পুলিশ। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার গোপালনগর গ্রামের আজাহার আলীর ছেলে।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫