সিলেট: লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।
মঙ্গলবার (০৩ মার্চ) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখান থেকে একটি মৌন মিছিল বের হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক তুষারের নেতৃত্বে মানববন্ধনে বক্তারা অভিজিৎ রায় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ভূগোল বিভাগের শিক্ষার্থী শশীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলা বিভাগের শিক্ষক সোহেল রানা, প্রেসক্লাব সভাপতি গাজী সাদেক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক শাহরিয়ার মজুমদার, সাব্বির আহমদ, ছাত্রনেতা কামরুল ইসলাম প্রমুখ।
গত ২৬ ফেব্রুয়ারি রাতে বইমেলা থেকে ফেরার পথে দুষ্কৃতকারীদের হাতে নির্মমভাবে নিহত হন লেখক অভিজিৎ।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫