ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের জমদ্দার বাজার থেকে অপহরণের সাত ঘণ্টা পর ওমর ফারুক নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এসময় অস্ত্র-পেট্রোল বোমাসহ স্থানীয় সন্ত্রাসী গ্রুপ ভাগিনা কালাম বাহিনীর সদস্য আবুল হাসেমকে (২৫) আটক করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ওমর ফারুক ওই ইউনিয়নের চর সাবিকারী গ্রামের ছায়েদুল হকের ছেলে। তিনি দস্যু মোস্তফা বাহিনীর সদস্য বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরো জানায়, মঙ্গলবার সকালে জমদ্দার বাজার এলাকায় দস্যু ভাগিনা কালাম ও মোস্তফা বাহিনীর মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় ভাগিনা কালাম বাহিনীর সদস্যরা মোস্তফা বাহিনীর সদস্য ওমর ফারুককে অস্ত্রের মুখে জিম্মি করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ বিকেলে ওই ইউনিয়নের ইতালি মার্কেট এলাকায় অভিযান চালিয়ে পাইপগান, কার্তুজ, ধারালো অস্ত্র ও দু’টি পেট্রোল বোমাসহ দক্ষিণ-পশ্চিম চর দরবেশ গ্রামের আবুল কালামের ছেলে আবুল হাসেমকে আটক করে।
আটক আবুল হাসেম ও উদ্ধারকৃত ওমর ফারুকের বিরুদ্ধে সোনাগাজী থানায় একাধিক মামলা রয়েছে।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন অপহৃত যুবক উদ্ধার ও অস্ত্রসহ অপর অপহরণকারীকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫