ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ভালুকায় বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানের জরিমানা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: জেলার ভালুকায় বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার(৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় সহকারী কমিশনার(ভূমি) তরফদার সোহেল রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়।



ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়,  ভালুকা বাসস্ট্যান্ড এলাকার ইবনে সিনা হারবালকে ১০ হাজার টাকা, পশ্চিম বাজার মামুন হোমিও হল, তাইবা ফার্মেসি এবং পাঁচ রাস্তার মোড়ের আলম মেডিকেল হলকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে ভোক্তা অধিকার আইনে হাবিবুর রহমান নামের এক বেকারি ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং পরিবেশ সংরক্ষণ আইনে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে দিলীপ ও গোপীনাথ নামে দু’ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের জব্দকৃত মালপত্র ভালুকা উপজেলা সহকারী কমিশনার(ভূমি) অফিস চত্বরে জড়ো করে ভষ্মীভূত করা হয়।

ভ্রাম্যমাণ আদলাতের ওই অভিযানে ৭টি মামলা করা হয়েছে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার সোহেল রহমান।
 
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।