ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহবাগে ককটেল বিস্ফোরণে যুবক আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
শাহবাগে ককটেল বিস্ফোরণে যুবক আহত প্রতীকী

ঢাকা: রাজধানীর শাহবাগে পরপর দু’টি ককটেল বিস্ফোরণে আবুল রুনাদ সাকলাইন (২৮) নামে এক যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৮টার দিকে শাহবাগের জাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।



অাহত আবুল রুনাদ সাকলাইন রাজধানীর একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ শেষ করেছেন।

তিনি বাংলানিউজকে বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে শাহবাগে জাদুঘরের সামনে বসা থাকা অবস্থায় হঠাৎ পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। এতে স্পিন্টারের আঘাতে পা গুরুতর জখম হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্য মোজাম্মেল হক।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।