ঢাকা: হরতাল-অবরোধ ও ‘গায়েবি প্রচার’ বন্ধ করতে সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল সোয়া ১১টায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস’র প্রতিনিধি দলের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ(ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শনকালে তিনি এ অনুরোধ জানান।
এইচ টি ইমাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা গায়েবি প্রচার বন্ধ করুন। ‘৭২ ঘণ্টার’ হরতাল-অবরোধ এ ধরনের প্রচার বন্ধ করে সহিংসতা বন্ধে মানুষকে সচেতন করুন। যারা পেট্রোলবোমা মেরে ধরা পড়েছেন, তাদের অধিকাংশই সাধারণ জনগণের হাতে ধরা পড়েছেন।
এইচ টি ইমাম বলেন, একটি রাজনৈতিক দলের উদ্দেশ্য হাসিলের জন্য এবং একজনের জেদের কারণে বিশেষ সন্ত্রাসী কায়দায় মানুষকে আক্রমণ করা হচ্ছে। এসব রোগী কেন ও কীভাবে বার্ন ইউনিটে এসে ভর্তি হয়েছেন তা দেশের মানুষ জানে।
তিনি জানান, এরই মধ্যে বার্ন ইউনিটকে বার্ন ইনস্টিটিউটে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে সব জেলায় বার্ন ইউনিটের জন্য আমরা চিকিৎসক দিয়েছি। ঢাকার কয়েকটি হাসপাতালে অনেক আগেই বার্ন ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে খুবই আন্তরিক। রাজনৈতিক সহিংসতায় পোড়া রোগীদের চিকিৎসার জন্য এরই মধ্যে বার্ন ইউনিটকে ১০কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী।
এ সময় বার্ন ইউনিটের সাবেক প্রকল্প পরিচালক সামন্ত লাল সেন জানান, বর্তমানে সহিংসতায় দগ্ধ ৫০জন রোগী ভর্তি রয়েছেন বার্ন ইউনিটে। এর মধ্যে ৪জন আইসিইউ-তে রয়েছেন। এরা হলেন, মরিয়ম, টুম্পা, সুভাস ও হেলাল উদ্দিন। এছাড়া এরইমধ্যে চিকিৎসা শেষ করে ৯৪ জন বাড়ি ফিরে গেছেন।
প্রতিনিধিদল রামপুরার বনশ্রীতে দগ্ধ ৭১ টেলিভিশনের রিপোর্টার আরেফিন শাকিলসহ বার্ন ইউনিটের কেবিন ব্লকের রোগীদের খোঁজ খবর নেয়। পরিদর্শন শেষে রেডক্রসের পক্ষ থেকে রোগীদের ড্রেসিংয়ের সরঞ্জাম ও ওষুধপত্র বার্ন ইউনিটের চিকিৎকদের হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশানাল কমিটি অব দ্য রেডক্রস’র হেড অব দ্য ডেলিগেশন খ্রিস্টেল ত্রিপলা, স্বাস্থ্য সচিব সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রি. জে. মোস্তাফিজুর রহমানসহ বার্ন ইউনিটের চিকিৎসকবৃন্দ।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫