ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রামপুরায় অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা খুনের ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রামপুরায় অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা খুনের ঘটনায় মামলা

ঢাকা: রাজধানীর রামপুরায় গ্রিলকাটা চোরদের হাতে অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা আবু তাহের খুনের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের ছোট ছেলে এটিএম আরিফুল হক বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ৪/৫ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন, যার নম্বর- ২।



রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের ছোট ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে রাজধানীতে গ্রিলকাটা চোরদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে থানা পুলিশসহ গোয়েন্দা পুলিশের কয়েকটি দল।

মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পর থেকে থানা পুলিশের একাধিক দল খুনিদের গ্রেফতারে মাঠে নেমেছে। ইতোমধ্যে থানা এলাকাসহ বাইরের কিছু স্থানে অভিযান চালানো হচ্ছে।

অন্যদিকে মহানগর গোয়েন্দা পুলিশও থানা পুলিশের তদন্তের পাশাপাশি ছায়া তদন্ত শুরু করেছে। রাজধানীতে গ্রিলকাটা চোরদের তালিকা নিয়ে নেমে পড়েছে মাঠে।

গোয়েন্দা পুলিশের খিলগাঁও জোনাল টিমের সহকারী কমিশনার ইকবাল হোছাইন বাংলানিউজকে বলেন, রাজধানীতে গ্রিলকাটা চোরদের গ্রেফতারে কাজ শুরু হয়েছে। এ ঘটনার সঙ্গে কারা জড়িত আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি।

সোমবার ভোর সাড়ে ৩টা থেকে ৫টার মধ্যে রামপুরা টিভি রোডের ৩৪৭ নম্বর নিজ বাসায় খুন হন অবসরপ্রাপ্ত আয়কর কর্মকর্তা আবু তাহের (৭৫)।

একদল গ্রিলকাটা চোর বাসার পেছন অংশ দিয়ে প্রবেশ করে চুরি করতে গেলে বাধা দেন আবু তাহের। এতেই চোররা তার স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে সকালের দিকে তাকে মুমূর্ষ অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।