লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে ১০ লাখ গলদা ও বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার মেঘনা তীরবর্তী চেয়ারম্যান বাজার, আজাদ নগর, সেলিম বাজার, আবদুল্লাহচর এলাকায় অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়।
পরে, বিকেলে উপজেলার আজাদা নগর মেঘনা নদীতে জব্দ করা চিংড়ির পোনাগুলো অবমুক্ত করা হয়।
রামগতি কোস্টগার্ড কন্টিজেন্ট কমান্ডার জাহেদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়।
রামগতি উপজেলার সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জাকির হোসেন বলেন, উপকূলীয় অঞ্চলে চিংড়ি মাছের পোনা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। এ বিষয়ে মানুষকে আরো সচেতন করতে মৎস্য বিভাগ কাজ করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, চিংড়ি পোনাগুলো অবমুক্ত করার পর সংরক্ষণের জন্য ব্যবহৃত মাটির পাত্রগুলো ভেঙে ফেলা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫