রংপুর: নীলফামারীর সৈয়দপুরে নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ভায়াগ্রা ও স্নিগ্রা ট্যাবলেটসহ মোমিনুল ইসলাম (২৯) নামে এক যুবককে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে র্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২ এর একটি একটি দল উপজেলা শহরের রাবেয়ার মোড় থেকে তাকে আটক করে।
আটক মোমিনুল দিনাজপুর সদরের গোপালগঞ্জ গ্রামের ইয়াজ উদ্দিনের ছেলে।
র্যাব-১৩ নীলফামারীর সিপিসি-২ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, মোমিনুলের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে তাকে সৈয়দপুর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫