ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াতের দর্শন একই

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বিএনপি-জামায়াতের দর্শন একই

জাতীয় সংসদ ভবন থেকে: বিএনপি-জামায়াতের দর্শন একই বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।

মঙ্গলবার (০৩ মার্চ) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।



শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াতের দর্শন একই। তিনি (খালেদা) বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার আমরাও চাই। কিন্তু তা হবে আন্তর্জাতিক মানের।

‘এরপরও খালেদা জিয়া মুজাহিদ,নিজামীদের মুক্তি চেয়েছেন,’—বলেন তিনি।

খালেদার প্রতি প্রশ্ন রেখে শাজাহান খান বলেন, নিজামী, মুজাহিদ যদি যুদ্ধাপরাধী না হয়, তাহলে যুদ্ধাপরাধী কে? সে কথা তিনি (খালেদা) বলেন নি।

খালেদা জিয়া হরতাল-অবরোধ দিয়ে মানুষ হত্যা করে সেই রক্তের ওপর দিয়ে কোনো দিনই ক্ষমতায় যেতে পারবেনে নো বলেও মন্তব্য করেন নৌপরিবহন মন্ত্রী।

বিএনপি-জামায়াতের সহিংসতায় এ পর্যন্ত ১২৩ জনের প্রাণহানি ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে ড্রাইভার ও হেলপারই হলেন ৬০ জন।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।