ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

ইয়াবা পাচারকারী চক্রের ২ নারী সদস্যসহ গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
ইয়াবা পাচারকারী চক্রের ২ নারী সদস্যসহ গ্রেফতার ৩ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্লাঞ্চল এলাকা থেকে ইয়াবা পাচারকারী দুই নারী সদস্যসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এরা হলো, মোহাম্মদ মিজান (২৫), সুলতানা (২২) এবং খোরশেদা (২১)।

এদের সকলের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় এবং ঢাকার কারওয়ান বাজার রেলওয়ে বস্তিতে বসবাস করতো।

মঙ্গলবার(৩ মার্চ) সন্ধ্যায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মারুফ আহম্মেদ বাংলানিউজকে জানান, আজ (মঙ্গলবার, ৩ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার হোটেল গোল্ডেন ইন এর সামনে ইয়াবার একটি বড় চালান আসবে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা গোয়েন্দা নজরদারি করে। পরে ইয়াবার চালান আসলে র‌্যাব সদস্যরা হোটেলটির পশ্চিম পাশে মাদক বিক্রয়কালে ৩ মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করে। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এছাড়াও তাদের কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বরাত দিয়ে র‌্যাবের অপারেশন অফিসার আরও জানান, তারা দীর্ঘদিন যাবৎ এই অবৈধ ব্যবসা করে আসছে। তারা ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে ইয়াবার অর্ডার নেয়। বেশ কিছু অর্ডার সংগ্রহ হলে ইয়াবার সংগ্রহের উদ্দেশে সীমান্তবর্তী এলাকায় রওনা দেয়। সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে অর্ডারকারীদের কাছে বিভিন্ন স্থানে সরবরাহ করতে করতে ঢাকায় আসে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।