ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরাম গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরাম গঠন

ঢাকা: বিভিন্ন গণমাধ্যমের অর্থনৈতিক প্রতিবেদকদের নিয়ে যাত্রা শুরু করলো রিয়েল এস্টেট জার্নালিস্ট ফোরাম (আরইজেএফ)।
 
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক বৈঠকের মাধ্যমে এ সংগঠনটি গঠন করা হয়।

পরে সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
 
মাই টিভির সিএম আমিনুল মজলিশকে সংগঠনটির সভাপতি এবং বাংলাভিশনের রিশান নাসরুল্লাহকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
 
এছাড়া সহ-সভাপতি দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের শাহ আলম নূর, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের রুহুল আমীন রাসেল, সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের গোলাম কাদির রবু, দফতর সম্পাদক দৈনিক ইনকিলাবের মাইনুল হাসান সোহেল, কোষাধ্যক্ষ নতুন বার্তা২৪.কমের এস এম এ কালাম এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক চ্যানেল-৯’র ফরহাদ হোসেন, কার্য নির্বাহী সদস্য চ্যানেল-২৪’র ফারুক মেহেদী, দৈনিক নয়া দিগন্তের জিয়াউল হক মিজান, এটিএন বাংলার মোরশেদ আলম, এনটিভির হাসানুল  শাওন, যমুনা টিভির সুশান্ত সিনহা, দৈনিক বণিক বার্তার জেসমিন মলি এবং দৈনিক সমকালের মিরাজ শামস্।
 
সংগঠনের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে রিপোর্টিংয়ের অভিজ্ঞতার পাশাপাশি শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকেও বিবেচনায় আনা হয়েছে। সদস্যদের এবং সংবাদকর্মীদের পেশাগত মানন্নোয়নে কাজ করে যাবে সংগঠনটি।
 
বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।