সিলেট: ভারতে তিন বছর কারাভোগ শেষে মোবারক হোসেন বাছিদ নামের এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।
মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।
মোবারক সুনামগঞ্জ জেলা সদরের নারায়ণতলা গ্রামের সমছুর উদ্দিনের পুত্র।
তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত পাওয়া মোবারক প্রায় তিন বছর আগে সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।
তারপর ভারতের কয়েকটি কারাগারে কারাভোগ করেন তিনি। মঙ্গলবার তাকে ফেরত দেয় ভারতীয় পুলিশ।
বাংলাদেশ সময়: ২১৪৯ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫