ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশিকে ফেরত দিল ভারতীয় পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৩, ২০১৫
বাংলাদেশিকে ফেরত দিল ভারতীয় পুলিশ

সিলেট: ভারতে তিন বছর কারাভোগ শেষে মোবারক হোসেন বাছিদ নামের এক বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।



মোবারক সুনামগঞ্জ জেলা সদরের নারায়ণতলা গ্রামের সমছুর উদ্দিনের পুত্র।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ফেরত পাওয়া মোবারক প্রায় তিন বছর আগে সুনামগঞ্জের ডলুরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে।  

তারপর ভারতের কয়েকটি কারাগারে কারাভোগ করেন তিনি। মঙ্গলবার তাকে ফেরত দেয় ভারতীয় পুলিশ।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘন্টা, মার্চ ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।